

কেক কেটে জন্মদিন পালন করলেন সকালের সংযোগ এর প্রকাশক ওয়াকিল আহমেদ
জেলা প্রতিনিধি
পৃথিবীর বুকে যত সৃষ্টি কুল রয়েছে সকল সৃষ্টি, সৃষ্টির মাধ্যমে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কালের বিবর্তনে একটি সৃষ্টির বয়সের মাধ্যমে তার পথচারানো শুরু হয়। দিন, মাস, বছর, ঘুরে প্রত্যেকটি মানুষ ও প্রাণীর জীবন চক্র ঘুরতে থাকে। এ ধারাবাহিকতায় সৃষ্টি কুলের সেরা জীব মানুষ বিভিন্নভাবে তাদের বয়সকে স্মরণীয় ও নিজের বিবেককে জানান দিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে। তেমনি জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার সূর্যবান গ্রামের কৃতিসন্তান, প্রেসক্লাব ক্ষেতলাল এর সাধারণ সম্পাদক ও সকালের সংযোগ এর প্রকাশক ওয়াকিল আহমেদ এর জীবন থেকে চলে গেছে ৩৮ বছর। জীবন যুদ্ধে ৩৯ বছরে পদার্পন করলেন তিনি। পরিবারে পিতাকে হারিয়ে দুই সন্তান স্ত্রী ও জননী মাকে নিয়ে তার সংসার। ৩৯ বছর বয়সে পদার্পণ করায়, ওয়াকিল আহমেদের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আজ বিকেল ৪ঃ০০ ঘটিকায় ক্ষেতলাল দাখিল মাদ্রাসা মাঠে কেক কেটে জন্মদিন পালনের মাধ্যমে সকলের শুভেচ্ছায় তিনি মুগ্ধ হন। এ সময় তিনি বলেন, আমি যতদিন বেঁচে আছি আমি যেন সমাজের মানুষের জন্য সেবা দিয়ে মরে যেতে পারি। সকলে যেভাবে আমাকে সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আগলে রেখেছে সারা জীবন যেন মানুষ আমাকে এভাবে ভালোবাসে যায়, এবং আমিও যেন তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করতে পারি। এ সময় তিনি সকালের সংযোগের সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনের শুভেচ্ছায় উপস্থিত ছিলেন সাংবাদিক মহল ও রাজনৈতিক ব্যক্তি বর্গ। সাংবাদিক মহলের মধ্যে উপস্থিত ছিলেন, এস এম মিলন, আহমেদ পান্না, রাশেদ ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহীন ইসলাম, কামরুল হাসান মিলন, হাবিবুল্লাহ খান গোলাম, আনোয়ার হোসেন, সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ শুভ ইসলাম, রিয়াদ আহমেদ সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী গন।