

কোটা প্রথা বাতিলের দাবিতে
শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিঃ
কাজী ওসমান গনি 24 Hrs Tv, প্রতিনিধি ঢাকা, বাংলাদেশ।
🔶 শনিবার, জুলাই ৬, ২০২৪, বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং
🔶 রোববার, জুলাই ৭, ২০২৪, সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনসহ অবস্থান ধর্মঘট।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের চতুর্থ দিনে গতকাল উত্তাল ছিল সারাদেশ। কোথাও ক্লাস-পরীক্ষায় অংশ নেননি শিক্ষার্থীরা। ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কুমিল্লা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, মহাসড়ক ও রেলপথ অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছেন।
এর মধ্যে কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি গতকাল মুলতবি হয়েছে। রিট আবেদনকারীপক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ‘নট টুডে’ (আজ নয়) বলে আদেশ দিয়েছেন। সর্বোচ্চ আদালতের এমন আদেশে শিক্ষার্থীদের ক্ষোভ আরো বেড়েছে। তাদের দাবি, কোটা বাতিল মীমাংসিত ইস্যু। নতুন করে কোটা ফিরিয়ে আনা ছাত্রসমাজের সাথে তামাশা। কোনোভাবেই বৈষম্যমূলক কোটা পদ্ধতি মেনে নেয়া হবে না।
ঢাবি প্রতিনিধি জানান, গতকাল হাইকোর্ট কর্তৃক ৫৬ শতাংশ কোটা পুনর্বহালে দেয়া রায়ের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের বাধা অতিক্রম করে প্রতিকূল পরিবেশের মধ্যেও টানা চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক।