কোপা আমেরিকা - ২০২৪
দুঃখগাথা সেই স্টেডিয়ামে নামছে আর্জেন্টিনা, দেখুন সম্ভাব্য একাদশ
জয় দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করেছে আর্জেন্টিনা। আসরের উদ্বোধনী ম্যাচেই কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল তারা। সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে চিলির বিপক্ষে নামবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার সকালে চিলির বিপক্ষে নামবে লিওনেল মেসির দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
কোপা আমেরিকা - ২০২৪
দুঃখগাথা সেই স্টেডিয়ামে নামছে আর্জেন্টিনা, দেখুন সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক
স্টাফ রিপোর্টর মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও
জেলায়
আপডেট: ২০:২৩, ২৫ জুন ২024
দুঃখগাথা সেই স্টেডিয়ামে নামছে আর্জেন্টিনা, দেখুন সম্ভাব্য একাদশ
ছবি- সংগৃহীত
জয় দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করেছে আর্জেন্টিনা। আসরের উদ্বোধনী ম্যাচেই কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল তারা। সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে চিলির বিপক্ষে নামবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার সকালে চিলির বিপক্ষে নামবে লিওনেল মেসির দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
এর আগে এই মাঠে হৃদয় ভেঙে ছিল আর্জেন্টাইনদের। ২০১৬ সালে কোপার শতবর্ষী আসরের ফাইনালে চিলিয়ানদের কাছে হেরেছিল মেসিরা। সেই দুঃখ ভোলার সুযোগ লা আলবিসেলেস্তাদের।
চিলির বিপক্ষে ভিন্ন পন্থা নিতে পারেন দলের কোচ। এ ম্যাচের একাদশে পরিবর্তন আনতে পারেন লিওনেল স্কালোনি। শুধু তাই নয় পরিবর্তন আসতে পারে রণ কৌশলেও। কাজেই বদলে যেতে পারে ফরমেশনও।
চিলির বিপক্ষে জয় পেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে আর্জেন্টিনার। কানাডার বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে দলের রণকৌশল সাজিয়ে ছিলেন আর্জেন্টাইন কোচ। তবে চিলির বিপক্ষে ৪-৪-২ ফরমেশনে একাদশ সাজাতে পারেন তিনি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি (অধিনায়ক) ও জুলিয়ান আলভারেজ।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন