খুলনার বটিয়াঘাটা এলাকা থেকে অস্ত্র গুলিসহ আটক -৩
বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা
খুলনা জেলার বটিয়াঘাটা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ১টি রিভলবার, ১টি শটগান, ৬ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে।মঙ্গলবার ( ০৬মে) রাতে বটিয়াঘাটা থানাধীন দক্ষিণ রাঙ্গেমারী গ্রাম এলাকা হতে তাদের আটক করা হয়।
আটককৃতদের নাম- ১। মোঃ তাওহীদুর বিশ্বাস কালা তুহিন (৩৫), ২। মোঃ হাবিব শেখ (৩২) ও ৩। কাজি মিজানুর রহমান সুজন (৪৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১টি শটগান ও ২ রাউন্ড শটগানের গু*লি, ১টি রিভলবার ও ৪ রাউন্ড গু*লি, ৫০০ গ্রাম গান পাউডার, ২ টি কুড়াল, ১টি হাসুয়া, ১টি দা, নগদ ৮,৬০০/- টাকা, ২টি মোটরসাইকেল, ১৩টি মদের খালি বোতল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা বটিয়াঘাটা থানাধীন দক্ষিণ রাঙ্গেমারী গ্রামের একটি হাঁস, মুরগি ও ছাগলের খামারে অবস্থান করে দীর্ঘদিন ধরে অত্র এলাকায় বিভিন্ন ধরণের অপকর্ম করে আসছিলো।
এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় অ*স্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা প্রকৃয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন