খুলনার মশিয়ালি ভুল বুঝাবুঝির একপর্যায়ে বন্ধুর হাতে বন্ধু যখম
বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা
আজ সোমবার রাত ৯ টায় খুলনা মহানগরীর খানজাহানআলী থানাধীন পাড়িয়ার ডাঙ্গা এলাকার বাসিন্দা জুবায়ের হোসেন রাব্বি (১৮) পিতাঃ- রনি আকঞ্জির সাথে সিনিয়র এবং জুনিয়র বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মোঃ-ফয়সাল (২২)পিতাঃ- ফজলুল আকঞ্জি পেপসির কাচের বোতল দিয়ে মুখে আঘাত করলে চোখে মুখে চরমভাবে জখম হয়। তাৎক্ষণিক তারা বাড়ি আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে রাব্বি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে। এ সংক্রান্তে খানজাহানআলী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন