মো: জাহিদুল ইসলাম, প্রতিনিধি গাইবান্ধা জেলা ।
এই ঘটনা ঘটে গাইবান্ধা কুপতলা ইউনিয়নে, যৌতুকের টাকা না পাওয়ায় স্ত্রীকে হত্যা করার দাবিতে কুপতলা ইউনিয়নবাসী ও স্বজন রা মানববন্ধন সড়ক অবরোধ করেন, আজ বৃহস্পতিবার বিক্ষোভকারীরা যানান, কুপতোলা ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর মেম্বার তার স্ত্রী শাহিনা আক্তারের সহ গাইবান্ধা একটি বাড়াবাড়িতে থাকতেন। বিয়ার পর থেকে জাহাঙ্গীর মেম্বার যৌতুকের টাকার জন্য অনেক নির্যাতন করেন, ১৩ই মে রাতে যৌতুকের টাকা আনতে বলে তার স্ত্রীকে ১০ লাখ টাকা সে না বলাই তার ওপর নির্মমভাবে অত্যাচার শুরু করে, একপর্যায়ে ব্রেড দিয়ে হাতের রগ কেটে হত্যা করে লাশ দরজায় ঝুলিয়ে রাখা হয়, পরদিন ১৪ই মে লাশ উদ্ধার করে মরগে পাঠানো হয়। থানায় একটি লিখিত অভিযোগ করলেও হত্যাকারী মো: জাহাঙ্গীর আলম কে গ্রেফতার করা হয়নি, নিহত স্বজনরা আজ ২৩ মে দুপুরে মানববন্ধন ও ফাসি চাই বলে আন্দোলন করে। ঘটনাস্থলে গাইবান্ধা সদরের সংসদ সদস্য উপস্থিত হন,পরে তিনি ২৪ ঘন্টার আলটিমেটাম দেন গ্রেফতার করার জন্য, পরে স্বজনরা মানববন্ধন বন্ধ করেন।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন