গাজিপুরের মসজিদের ইমাম হত্যার প্রতিবাদে নাসিরনগর আহলে সুন্নাত ওয়াল জামাতের বিক্ষোভ মিছিল
মো: শাহ জাহান আমির
বিশেষ প্রতিনিধি নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া
গাজীপুর সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ড হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিনকে মতাদর্শগত বিরোধের জের ধরে স্থানীয় একটি গ্রপ মব তৈরি করে এবং তার উপর অতর্কিত হামলা চালানো হয়। সম্পূর্ন বেআইনিভাবে স্থানীয় মসজিদের একজন ইমামকে ঘন্টার পর ঘন্টা গাছের সাথে বেঁধে এলোপাথাড়ি আঘাত করা, গণসহিংসতা করে জোরপূর্বক মিথ্যা স্টেটমেন্ট নেওয়া এবং কোনোরূপ চিকিৎসা ছাড়াই পুলিশের হাতে হস্তান্তর করা একটি নজিরবিহীন জুলুমের ঘটনা। নির্মম নির্যাতনের পর সকাল ১০টায় তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয় এবং পুলিশ বিনা চিকিৎসায় তাঁকে থানায় আটকে রাখে। বিকাল ৩টায় তাঁকে কারাগারে প্রেরণ করা হয়। অতঃপর কারাগারেই ২৮ তারিখ রাত ৩ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। এই নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে ২ মে ২০২৫ তারিখ নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে নাসিরনগর কলেজ মোড় শহীদ ইমরান চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র সহ-সভাপতি পীরে তরিকত মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম আলকাদেরী। সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোঃ আতাউর রহমান গিলমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামা'তের প্রধান উপদেষ্টা পীরে তরিকত মাওলানা মুফতি আলাউদ্দিন আহমাদ আল কাদেরী, বাগদাদী কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি পীরে তরিকত মাওলানা মুফতি মোস্তাক আহমেদ কাদেরী আল ওয়ায়েসী সাহেব, ফান্দাউক দরবার শরীফের পীর সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দিক আল কাদেরী, দাঁতমন্ডল দরবার শরীফের পীর সাহেব মাওলানা আনোয়ারুল আজিজ আল কাদেরী, সাবেক সভাপতি মাওলানা শেখ সাইদুর রহমান, সহ-সভাপতি পীরে তরিকত মাওলানা জসীম উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি মাওলানা ইখলাছুর রহমান, সহ- সভাপতি পীরে তরিকত মাওলানা নজরুল ইসলাম আল কাদেরী আজিজি, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান আলকাদেরী, মাওলানা আব্দুল বাছির, মাওলানা আব্দুুন্নবী সিরাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মাসুদ ভূঁইয়া, মাওলানা মনছুর আহমদ, মাওলানা রমজান আলী, মাওলানা আবু জামাল, মাওলানা শেখ সায়েদুল হক, মাওলানা মাহমুদুল্লাহ আশরাফী, যুব নেতা জনাম মোঃ জুবায়ের আহমেদ, মাওলানা জহিরুল ইসলাম, জনাব শাহজাহান মাস্টার, মোঃ আমির উদ্দিন, ফুয়াদ পাঠান রাব্বি প্রমুখ।
এই নির্মম হত্যার সাথে ২টি পক্ষ সরাসরি জড়িত: ১. স্থানীয় গ্রæপ যারা মব তৈরি করেছে এবং অকথ্য নির্যাতন চালিয়েছে; ২. পুলিশ ও কারা কর্তৃপক্ষ, যারা একজন নাগরিকের মৌলিক অধিকার চিকিৎসা থেকে তাঁকে সম্পূর্ণরূপে বঞ্চিত করেছে। যদি পুলিশ ও কারা কর্তৃপক্ষ থেকে যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা হতো তাহলে হয়তো আজকে এমন নির্মম হত্যার মুখোমুখি হতে হতো না। আমরা এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আজকের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আমরা ৩টি দাবী উপস্থাপন করছি।
১. যারা মব তৈরি করেছে এবং অকথ্য নির্যাতন চালিয়েছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।
২. একজন নাগরিককে মব দ্বারা নির্যাতন, নির্যাতন পরবর্তী চিকিৎসাহীন অবস্থায় থানায় আটকে রাখা এবং কারাগারে প্রেরণের সাথে জড়িত সকল পুলিশ সদস্যকে আইনের আওতায় আনতে হবে।
৩. মাওলানা রঈস উদ্দিন হত্যার জরুরী ভিত্তিতে তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে তাঁর পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন