

গাজীপুর চৌরাস্তা ব্যস্ততম রাস্তা তবে ছাড় নেই একটু ও রাস্তা।
আহমাদুল রহমান ,,গাজীপুর
গাজীপুর চৌরাস্তায় সবসময়ই যানজট লেগে থাকে কারণ হিসাবে বলা চলে রাস্তা এখন বাস স্ট্যান ,ফুটফাত দখলে মিনি বাজার আর রাস্তা সাধারণ মানুষ অবৈধ অটোরিকশা বেখেয়ালি যানবাহনের দখলে ।
এমন পরিস্থিতি বাংলাদেশের অন্য কোনো জেলায় আছে কিনা প্রশ্ন রয়ে যায়।
আজ ঈদের ৭তম দিন তবু স্বস্তি নেই যানবাহনে , একজন যাত্রীর সাথে কথা বল্লে জানা যায় কিশোগঞ্জ থেকে যাবেন কোনাবাড়ি মৌচাকে মাহমুদুল হাসান। কিন্তু বাসে দিতে হয়েছে ঢাকার টিকেটের ভাড়া। কোনাবাড়ি মৌচাকের ভাড়া ৩০ টাকা তবে বাসে সিএনজি কিংবা অটোরিকশা ডাবল ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেন।
মাহমুদুল হাসান তিনি আরো বলেন ঈদের আগেরদিন থেকে ঈদের দিন পযন্ত বেশি ভাড়া আদায় করলে গায়ে লাগে না কারণ সবাই ঈদের খুশি ভাগ করে করার জন্য ভাড়া বেশি দেয়।
কিন্তু এখনো যদি এতো ভাড়া দিতে হয় কষ্ট লাগে। অনেক মানুষ আছে যারা বাড়ি গিয়ে গন্তব্য যাওয়ার ভাড়া রেখে বাকি সব টাকা খরচ করেছেন কিন্তু এখন সরেজমিনে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে যানবাহনে।
এই হয়রানির শেষ কোথায় কেও কি নেয় এইসব দেখার।