গাড়ি নিয়ে সমালোচনার মুখে অপু বিশ্বাস
আহমাদুল রহমান ,গাজীপুর প্রতিনিধি
এদিকে নতুন গাড়িটি কেনা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আপনারা সবাই জানেন আমার লাল রঙের একটি অডি গাড়ি ছিল। মূলত, সেটি বিক্রি করেই আমার এই নতুন গাড়িটি কেনা। অডি গাড়িটি বিক্রি করে হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের গাড়িটি নিয়েছি। পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি, সেটা থেকে নতুন গাড়ি কেনার পরেও কিছু টাকা সেভিংস করেছি।
এদিকে নেটিজেনরা কেউ কেউ বলছেন অপুকে শাকিব খান গাড়িটি উপহার দিয়েছেন। বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, আসলে আমি বুঝি না কেন বারবার মানুষের শাকিব খানকে জড়িয়েই কথা বলতে হবে? আসলে এইসব এখন আমার আর ভালো লাগে না। এ কথায় বলব, আমার গাড়ি কেনা নিয়ে শাকিব খানকে জড়িয়ে যা বলা হচ্ছে, তা ভিত্তিহীন।
আশা রাখি যারা গাড়িটি নিয়া নানান কথা বলেছেন তারা এখন আমার কথা শুনে পরিষ্কার হয়েছেন। যে কিভাবে গাড়িটি নিজে কিনছেন ।
আরো বলেন অপু বিশ্বাস কিছু করুক আর কিছু কিনে আনুক,,যে কোনো কিছু প্রকাশ হলে সব শাকিব দিছে ।নঅপু বিশ্বাসের কিছু নেই যে সে ফকির নাকি সব কিছু শাকিব দিতে হবে এমন কথা তিনি বলেন।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন