গোপাইরবাগ পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে, সর্বসাধারণের জন্য ফ্রি হোমিও চিকিৎসালয় এর ব্যবস্থা করা হয়েছে।
রিপোর্টরঃ এমরান হোসেন সোহাগ
নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়ায়, গোপাইরবাগ পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে, সর্বসাধারণের জন্য ফ্রি হোমিও চিকিৎসালয় এর ব্যবস্থা করা হয়েছে।
উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, জনাব হাজী মোঃ আব্দুল মতিন পাটোয়ারী সাহেব। সাধারণ সম্পাদক জনাব হাজী মোঃ মাসুদুর আলম পাশা,
হাজী মোঃ আব্দুল মতিন সাহেব জানায়, গোপাইরবাগ পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে এলাকার মুসলিম, হিন্দু সকল সম্প্রদায়ের লোকদের ফ্রি চিকিৎসা দেওয়ার লক্ষে আমরা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি, মঙ্গলবার এবং বুধবার ব্যাতিত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পযন্ত ৩জন অভিজ্ঞ নারী ও পুরুষ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা দেওয়া হয়ে থাকে। উক্ত প্রতিষ্ঠানে দেড় বছর যাবত প্রায় ২০০০ মানুষের ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে, গরীব অসহায় এবং সকল এলাকাবাসীকে উক্ত ফ্রি হোমিও চিকিৎসালয়ে এসে চিকিৎসা নেওয়ার জন্য আহবান জানানো হচ্ছে। আপনিও চাইলে দ্বীন ও দুনিয়ার সার্থে উক্ত প্রতিষ্ঠানের সেবার কাজে শরিক হতে পারেন।
বিকাশঃ 01813935844
ঠিকানা: নাগের দিঘীরপাড় বটতলা, গোপাইরবাগ, সোমপাড়া, চাটখিল, নোয়াখালী।
ডাঃ মহিন উদ্দিন
01818861787
সিরিয়ালের জন্য যোগাযোগ
বদিউজ্জামান(রতন বকসী)
01710977369
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন