

গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।
খাগড়াছড়ি প্রতিনিধ:
সোমবার (৭এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুরুল হুদার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু ফজল ভূঁইয়া। ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া রাইটার। সহ-সভাপতি আবুল হাসেন মেম্বার। মোহাম্মদ আলী মিয়া মেম্বার।
ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ আলম। ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ হানিফ মিয়া সহ প্রমুখ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন
গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আফজাল ভূঁইয়া,তাকে সহযোগিতা করেছেন হালিম শাহরিয়ার মোল্লা ও মোঃ সেলিম মিয়া।
অভিভাবক প্রতিনিধি মোঃ আমির হোসেন, মোঃ রফিকুল ইসলাম সাবেক মেম্বার। রনজিত ত্রিপুরা (হেডম্যান) মাহিন্দ্র ত্রিপুরা প্রমুখ।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে।
এরপর দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।