গৌরীপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
মোঃ মনিরুল ইসলাম খান, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে মাননীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি এমপি মহোদয় এর নির্দেশে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত করেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ডাঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ এর সঞ্চালনায়, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সু্স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক প্রচার সম্পাদক ভিপি আব্দুল আওয়াল, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক মনসুর আহমেদ মিলন, আইন সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান রতন, এ এস এম দেলোয়ার হোসেন সাঈদ, শাহিন মাহমুদ শামিমসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য ১৪৮, ময়মনসিংহ-৩ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি এমপি মহোদয় রাষ্টীয় কাজে ব্যস্থ থাকায় উক্ত অনুষ্টানে উপস্থিত থাকতে পারেননি। উনি উনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টে লিখেন, "১৭ মে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যমে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে আবারও ফিরে আসে বাংলা ও বাঙালির স্বপ্ন। প্রধানমন্ত্রী হিসেবে জাতি তার ওপর আস্থা স্থাপন করেছে ভোট দিয়ে, আর নেত্রী হিসেবে তার ওপর মানুষের আস্থা অন্তর থেকে।"
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন