নিজস্ব প্রতিনিধ,,
চট্টগ্রামের মিরসরাই এ আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে #হামলা, #ভাংচুর ও #লুটপাট চালিয়েছে #বিএনপির #সন্ত্রাসীরা
চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে একাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে #হামলা ও #ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে #হামলা চালানো হয়।
হামলায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেনের মা রাশেদা আক্তার (৬০), মামা আইনুল কবির (৪৮) আহত হন। এসময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার #লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারগুলো থেকে জানা যায়,
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন