

চট্টগ্রাম কর্ণফুলী নদীর ফেরি ও নৌকা ধাক্কায় এক জন নিখোঁজ
আহমাদুল রহমান
24Hrs tv প্রতিনিধি,
চট্টগ্রামের কর্ণফুলী নদী কালুরঘাট নৌকা থেকে ছিটকে পড়ে আশরাফুল, নামে এক যুবক নদীতে তলিয়ে যায়।
শনিবার (২২ জুন) পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ আশরাফুল উদ্দিন, কর্ণফুলী নদীর, বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকার বাসিন্দা।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ, বিষয়টি নিশ্চিত করেন
ওসি একরাম উল্লাহ বলেন, শহর থেকে বোয়ালখালী নিজ এলেকায় যাওয়ার জন্য কর্ণফুলী নদী পারাপারের সময় ফেরি ও নৌকা ধাক্কায় দুই ব্যক্তি নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করেন, আশরাফুল নামে একজন নদীতে তলিয়ে যায়। এরপর নৌপুলিশ, ফায়ার সার্ভিস,ডুবুরি দলসহ
চার ঘণ্টা তল্লাশী অভিযানের পর রাত ১০ টার দিকে অভিযান স্থাগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
আগামীকাল থেকে আবারও অভিযান চালানো হবে বলেন,নৌ পুলিশ, কর্মকর্তা।