চট্টগ্রাম জেলা আওতাধীন লোহাগড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন হাদুর পাড়ায় মা খাদিজা মাদ্রাসা ও
মুজিবুল হক চৌধুরী
বিশেষ প্রতিনিধি (BD) 24hrsTv
চট্টগ্রাম জেলা আওতাধীন লোহাগড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন হাদুর পাড়ায় মা খাদিজা মাদ্রাসা ও আমিরুল মোমেমিন হজরত ওসমান (রাঃ) মাদ্রাসায় আজ ২৩/৮/২৪ ইং শুক্রবার দুপুরে মাস্টার জহুরুল হকের নেতৃত্বে দল-বল নিয়ে সন্ত্রাসী কায়দায় মাদ্রাসা পরিচালনা কমিটির দায়িত্ব রত কুদ্দুস মেম্বার এবং ওসমান ও রহিম আরও অনেককে মারধর করে রক্তাঙ্গ করে মাদ্রাসায় অবস্থানরত শিক্ষক ও ছাত্র-ছাত্রী সবাই-কে বাহির করে দিয়ে মাদ্রাসা তালাবদ্ধ করে দে। পরক্ষণেই সেনাবাহিনীর সহযোগিতায় উভয়ের উপস্থিতিতে তালা খুলে দে। এবং সেনাবাহিনী উল্লেখ করে ২য় বার কেউ ঝ-ঝামেলায় জড়ালে আইন গত ব্যবস্থা নেওয়া হবে ও আগের পরিচালনা কমিটির বহাল রাখার জন্য আদেশ দেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category