চাটখিলের মল্লিকার দিঘীরপাড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন সুস্থভাবে সম্পূর্ণ।


চাটখিলের মল্লিকার দিঘীরপাড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন সুস্থভাবে সম্পূর্ণ।
রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী মল্লিকার দিঘীরপাড় ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এসময় ২৩৩ ভোটে প্রথম স্থান অর্জন করেন ব্যালেট নং-১ এ মাওলানা খোরশেদ আলম,২১৭ ভোটে ব্যালেট নং-৪ এ দ্বিতীয় স্থান অর্জন করেন মোমিনুল ইসলাম(মনু), ২০৮ ভোটে ব্যালেট নং-৬ এ তৃতীয় স্থান অর্জন করেন মোঃ দেলোয়ার হোসেন। এসময় বিজয়ীরা জানায় দির্ঘ ১৭ বছর পর একটি সুন্দর সুস্থ ভোট তারা পেয়েছেন, এবং তাদের ভোট দিয়ে যারা জয়ী করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে মাদ্রাসার সার্বিক ব্যবস্থার উন্নয়নের পাশে থাকবেন বলে জানায়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category