চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শীতার্ত মানুষের মাঝে কম্বল দিল দোস্ত এইড।
চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ
চুয়াডাঙ্গা - জীবননগরে হতদরিদ্র প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।গতকাল সোমবার দুপুরে সেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আয়োজনে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাকির উদ্দিন মোড়লের সভাপতিত্বে কম্বলও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন,অধ্যাপক মোঃ খায়রুল বাশার,সমাজ সেবক রুহুল আমিন মল্লিক,শিকড় সমাজ কল্যান সংস্থার উপদেষ্ঠা শাজাহান সিরাজ,দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা ব্রাঞ্চ ম্যানেজার হোসাইন আহম্মেদ প্রমুখ।উক্ত অনুষ্ঠানটি সাবিক পরিচালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সদস্য রমজান আলী। ##
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন