ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মাটিরাঙ্গায় মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :
বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম পারভেজ এর হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে
মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) বিকালের দিকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি। প্রধান বক্তা ছিলেন মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. আব্দুর রহমান রানা। মানববন্ধনে মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মমো. শাহিন আলম, সদস্য মো. ইউছুফ ও কলেজ ছাত্রদলের নেতা মো. মহিন উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
জুলাই আন্দোলনের অকুতভয় যোদ্ধা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন,
হত্যা নৈরাজ্য করে নতুন স্বৈরাচারের পরিচয় দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
##
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন