ছাত্রাবাসের পানির ট্রাঙ্কে হতে এক কিশোরের খণ্ডিত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার বাংলাদেশ : স্বপন
২৪ জুন ২০২৪
শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদীতে ছাত্রাবাস থেকে তপু হোসেন (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের মশুরিয়াপাড়ার অরণ্য ছাত্রাবাসের ৩০৫ নম্বর কক্ষে একটি টিনের ট্রাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
তপু মশুরিয়াপাড়া এলাকার কাশেম হোসেনের ছেলে। সে স্থানীয় একটি ওয়ার্কশপে (কারখানায়) মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো।
দুই জন আটক ব্যাক্তির হলেন, মশুরিয়াপাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে আলিফ হোসেন (১৬) ও মো. মনিরুজ্জামান (২২)।
তপুর চাচাতো ভাই রাজু বলেন, ১৫ জুন তপু নিখোঁজ হয়। এরপর তার মোবাইল থেকে কাশেম হোসেনকে ফোন দিয়ে জানানো হয় তপুকে আটকে রাখা হয়েছে। ১০ হাজার টাকা পাঠালে তাকে ছেড়ে দেওয়া হবে। কাশেম হোসেন ওই নম্বরে ১০ হাজার টাকা বিকাশে টাকা পাঠিয়ে দেন। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার বিকাল ৩টার দিকে কয়েকজন ছাত্র ঈদ শেষে ছাত্রাবাসে ফিরে ৩০৫ নম্বর কক্ষের সামনে গেলে একটি ট্রাঙ্ক থেকে দুর্গন্ধ বের হয়। এসময় তারা ছাত্রাবাসের মালিক টিপু হোসনকে খবর দিয়ে ডেকে আনেন। পুলিশকে খবর দিলে পুলিশ ট্রাঙ্কের ভেতর থেকে তপু হোসেনের মরদেহ উদ্ধার করে।
পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, ছাত্রবাসের ট্রাঙ্ক থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং তিনি দুঃখ প্রকাশ করে বলেন, পুলিশ এ বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন