

জনপ্রিয় একজন মানুষ হারালেন কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর এর এলাকাবাসী,
স্টাফ রিপোর্টার
মোঃ কুতুব উদ্দিন
বহুল আলোচিত পরিচিত আব্দুল্লাহপুর বাসট্যান্ডে “মায়া মেডিক্যাল হল”নামে পরিচিত আর এই মায়া মেডিক্যাল হল এর মালিক প্রায় চল্লিশ বছর ধরে এলাকার বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশাদার মানুষদের প্রথমিক সেবা দিয়ে আসছেন জনাব বাবুল আহম্মেদ বাবুল। আজ তিনি ইন্তেকাল করেছেন- “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন”
খবর জানা যায় সকাল আনুমানিক ৯ ঘটিকায় তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক এ গমন করেন,দীর্ঘ দিন ধরে অসুখে ভোগেছেন চিকিৎসা চলাকালে তিনি মারা যান,মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর,তিনি বিভিন্ন ভাবে এলাকাবাসীর সুখে দুঃখে পাশে থেকেছেন সাহায্য সহযোগিতা করেছেন,গরীব দুঃখী সাধারণ মানুষের পাশে নানা ভাবেই তিনি ছিলেন এলাকার জনপ্রিয় একজন মানুষ তিনি।
প্রায় ত্রিশ বছর আগে থেকেই তিনি মায়া মেডিকেল হল এ বিশেষজ্ঞ ডাক্তার বসাতেন জনসাধারণের সুবিধা ছিল শহরে যেতে জরুরী ভাবে কিছু কস্ট নিবারন হতো,প্রথমিক সকল মেডিসিন পাওয়া যেতো সেই শুরু থেকেই,
বাদ যোহর জানাযার নামাজ এবং দাফন সম্পন্ন করা হয়,এলাকাবাসী মৃত বাবুল আহম্মেদের রুহের মাগফেরাত কামনা করেন।