

জন সাধারণের জয় পরাজয়ে হাসি কান্নার এক বৈচিত্রময় স্থান ঢাকা জজকোর্ট,
স্টাফ রিপোর্টার
মোঃ কুতুব উদ্দিন
ঢাকা/ কেরানীগঞ্জ
হাসি কান্নার এক বৈচিত্রময় স্থান ঢাকা জজকোর্ট,যেখানে রাত পোহালেই ছুটির দিন ব্যাতিত হাজারো জনসাধারণ উচ্চবিত্ত মধ্যে বিত্ত নিম্ন আয়ের সকল শ্রেনীর মানুষ আসা যাওয়া বিভিন্ন রকমের মামলা মোকদ্দমায়,
নানান অপরাধে বাদী বিবাদী হয়ে খুন রাহাজানি সম্পত্তি ওয়ারিশ সাংসারিক বনিবনা নাগরিক অধিকার মাদক ব্যবসায়ী মা ও শিশু নির্যাতন তথা ফৌজদারি ক্রিমিনাল নানান ধরনের মামলায় জনসাধারণ আসেন বিচারাধীন অবস্থায়,
সম্মানিত বিচারক গণ আইনী ধারায় সুষ্ঠু বিচার করেন আইনী ধারা’মতে,এখানেই কারো জয় কারো বা পরাজয় মেনে নিতেই হচ্ছে প্রতিনিয়ত,হাজারো মানুষের বিচরণ এই বহু বছরের পুরনো বাংলাদেশের গর্বিত সম্মানিত এই জজকোর্ট,
সি এম এম কোর্টের সামনে নারী ও শিশু মামলার আয়ু বা দায়িত্বে সম্মানিত এডভোকেট আল-আমিন সাহেব কে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে আজকে উনার নারী ও শিশু মামলার শুনানি সকল কার্যক্রম যথা সময়েই হয় কোর্টে সব সময়ই সুন্দর আইনী ধারায় সুবিচার করেন সম্মানিত বিচারক গণ এবং সাধারণ মানুষের সকল মামলায় সুবিচার পান।