

জমিজমা নিয়ে সংঘর্ষের ঘটনায় কোঠা আন্দোলনের নামে অপপ্রচারের প্রতিবাদে গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত।
মো:জাহিদুল ইসলামl
প্রতিনিধি গাইবান্ধা।
জমিজমা নিয়ে সংঘর্ষের ঘটনায় কোঠা আন্দোলনের নামে অপপ্রচারের প্রতিবাদে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের নয়ার হাট বনগ্রাম বাসীর আয়োজনে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বনগ্রামে আয়োজিত এ সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,শফিকুল আলম।
এসময় ওহেদুজ্জামান সোনা মিয়া,তোজাম্মেল,নুরুল ইসলাম,ফরিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য: উপজেলার কোচাশহর ইউনিয়নের নয়ারহাট বনগ্রামে মৃত ইমার আলীর ছেলে শফিকুল ইসলাম গংরা দীর্ঘ প্রায় ১০০বছর ধরে পৈত্রিক সূত্রে কিছু জমি চাষাবাদ করে আসছিল এরি এক পর্যায়ে গত ৯তারিখে জুম্মার নামায পর নয়ারহাট গ্রামের সৈয়দ আলীর ছেলে এনামুলগংদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শফিকুল গংদের ১৭জন আহত হয় ও এনামুল গংদের ৩জন আহত হয়।এ সংঘর্ষের ঘটনাকে প্রভাবিত করতে কোঠা আন্দোলনে নামে সংঘর্ষ হিসাবে অপপ্রচার করে।