জয়পুরহাটে গভীর রাতে ছিন্নমূল ও শীতার্ত মানুষ খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন পুলিশ সুপার জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব
জয়পুরহাট প্রতিনিধি:তানজীদ হোসেন
আজ সোমবার ০৬/০১/২০২৫ রাত১২টা ২০মিনিটে জয়পুরহাট রেল স্টেশন, সহ শহরের বিভিন্ন স্থান ঘুরে শীতার্তদের মাঝে বেশকিছু কম্বল বিতরণ করেন জয়পুরহাট পুলিশ জনাব সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব,
শীতে ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে নিজ উদ্যোগে শহরের রেল স্টেশন, পাচুর মোড় ,বাটার মোড়, বাসষ্ট্যান্ড, সোনার পট্টি, শহর এলাকা ঘুরে ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। এ সময় তার সাথে জয়পুরহাট সদর থানার (ওসি) শাহেদ আল মামুন,ও ওসি (তদন্ত) ,ওসি ডিবি সহ জয়পুরহাট সদর পুলিশ সদস্য রা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, ‘ছিন্নমূল ও শীতার্ত মানুষের দূর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে বিবেকের তাড়নায় রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পথে ঘাটে শুয়ে থাকা বেশ কিছু মানুষকে কম্বল দিয়েছেন।’ তিনি সমাজের বিত্তবানদেরকেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান
মুহম্মদ আবদুল ওয়াহাব পুলিশ সুপার হিসেবে জয়পুরহাট যোগদানের পর থেকে জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন মানবিক কাজের জন্য ব্যাপক প্রশংসিত হন।