শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে উদ্যোগে সুনামগঞ্জে ইন্টারন্যাশনাল লিডারশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত
/ ২০৫ Time View
Update : শনিবার, ২৫ মে, ২০২৪, ৪:২৯ পূর্বাহ্ন

বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ।

আজ সকাল ১০ ঘটিকায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
সরকারি ডিবিডি কলেজের ইংরেজি প্রভাষক মো: মশিউর রহমান স্যারের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর এমদাদুল হক মিলনের পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তিগজ্ঞ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সফি মিয়া, ছাতক সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আরজু মিয়া, আরো বক্তব্য রাখেন ল্যাঙ্গুয়েজ ক্লাব বিশ্বম্ভরপুরের পরিচালক, মো: জাহাঙ্গীর আলম, নুরুল আলম সাগর, নুর উদ্দিন প্রমুখ।

আলোচনায় বৈশ্বিক নাগরিক হিসাবে নিজেদের প্রস্তুত করতে হলে এরুপ সৃজনশীল ইংরেজি শিক্ষার অনুষ্ঠানে নিজেদের যুক্ত করে ইংরেজি শিক্ষায় দক্ষতা গড়ে তুলে বর্তমান ছাত্র ছাত্রীদের আন্তজার্তিক মানের শিক্ষার্থী হিসাবে গড়ে উঠতে হবে। আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বাংলাদেশ ৬৪ জেলায় আজ প্রাথমিক এমসিকিউ পরিক্ষা অনুষ্ঠিত হয়ে এখান থেকে নির্বাচিত ছাত্ররা বিভাগীয় পর্যায় পরে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ শেষে প্রায় ২০ জন শিক্ষার্থী আন্তর্জাতিক ভাবে নির্বাচিত হবেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে কার্যক্রম শুরু করে গ্লোবাল এডুকেটর ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ট্রান্সফরমেশন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন জিস্ট।

তিনশতাধিক স্টেট অ্যালামনাই শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সমন্বয়ে গড়ে ওঠা জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ছাত্র-শিক্ষকদের নেতৃত্ব উন্নয়নে কমিউনিটিভিত্তিক কাজ করে থাকে। উচ্চ শিক্ষায় যারা উন্নত দেশে পড়তে চান তাদের বৃত্তি ও বিভিন্ন সুযোগ সুবিধা বিষয়ে তথ্য প্রদান ও সহায়তা করে থাকে জিস্ট; সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে। শিশু-কিশোরদের আন্তর্জাতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এ পর্যন্ত জিস্ট বিশ্বব্যাপী ১৪৩টি অংশীদার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।

এ ছাড়া, ইউএস উইনথর্প ইউনিভার্সিটি (ইউএসএ) অ্যাডামস ইউনিভার্সিটি (ভারত), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বাংলাদেশ), অ্যাপলাচিয়ান স্টেট ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র) ন্যাশনাল অ্যারোস্পেস ইউনিভার্সিটি (ইউক্রেন), নেপাল ইউএস অ্যালামনাই নেটওয়ার্ক, নুসান, এজেডিই (গুয়াতেমালা) ও আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে। সংস্থাটি এ পর্যন্ত দেশ ও দেশের বাইরে শিক্ষা বিষয়ক সাতটি আন্তর্জাতিক এবং তিনটি জাতীয় সম্মেলন আয়োজন করেছে। শিক্ষক, অভিভাবক, ছাত্র, প্রশাসক ও শিক্ষার নীতি নির্ধারকদের সম্পৃক্ত করে শিক্ষায় কাজ করার ক্ষেত্র, সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবেলা ও উপায় বের করতে একাধিক কার্যক্রম চালু রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page