

জুরাইন ধোলাইপার যাত্রাবাড়ী তীব্র যানযট
স্টাফ রিপোর্টার
মোঃ কুতুব উদ্দিন
তীব্র যানযট এ হাজার হাজার গাড়ি পোস্তাগোলা জুরাইন ধোলাইপার যাত্রাবাড়ি,ভোগান্তি নানা পেশার মানুষ এম্বুলেন্স এ রোগীর ভোগান্তিও যেনো শেষ নাই,
দূর পাল্লার যানবাহন এ ছুটছে নানা পেশার মানুষ দিনের কর্ম শেষে ঘরে ফেরা মানুষের ক্লান্ত ঘর্মাক্ত শরীরে ভেঁজা বস্ত্র দিনমুজুর সারাদিনের খাটাখাটুনি শেষে ঘরে ফেরা যেন সময় আর ফুরায় না। এতটাই ভয়াবহ যানযট আজকের এই পরিস্থিতি সাধারণ মানুষ নিরীহ প্রায় জিম্মি হয়ে যাচ্ছে দিনের পর দিন,
শারীরিক মানুষিক অবস্থান চরমে পৌছে যাচ্ছে সাধারণ মানুষের অবস্থা কঠিন থেকে কঠিনতম এদিক টায় বাসের যাত্রীদের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তারা কস্টে কথা বলতে চাইছেন না,অন্যে দিকে রিক্সা লোকাল বাসের নানান পেশার মানুষ বলছেন দুঃখ কস্টের কথা বলে কি লাভ,কি প্রতিকার হবে,সাধারণ মানুষ আমরা এভাবেই সয়ে সয়ে মারা যাব আমাদের যেনো শান্তি নাই রাস্তায় চলে ফিরে কাজে কর্মে অফিস আদালতে যেতে আসতেই আমাদের দিন শেষে রাত ও ফুরিয়ে যায়, প্রায়ই মতামত অনেকেই বলছেন না,কেউ একজন বলেছেন বলার ভাষা নেই, কে জানে কখন যানযট ছাড়ে কখন ঘরে ফিরি আমরা আল্লাই জানে।।