"জেলা পুলিশের সাফল্যে মাননীয় আইজিপি কর্তৃক পুরস্কার প্রদান"
মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টাঃ সমগ্র বাংলাদেশ
ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক চঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার, চোরাই মাল উদ্ধার, ভিকটিম উদ্ধারসহ অন্যান্য আভিযানিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় আইজিপি মহোদয় কতৃক প্রদত্ত কোতোয়ালী থানা পুলিশ ৩টি, ত্রিশাল থানা পুলিশ ৩টি, ভালুকা থানা পুলিশ ৩ টি, ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ৩টি, নান্দাইল থানা পুলিশ ১টি, জেলা গোয়েন্দা শাখা ৪টি সহ সর্বমোট ১৮ টি পুরস্কার লাভ করে।
ময়মনসিংহ জেলা পুলিশের এই সকল অসাধারণ আভিযানিক সাফল্য জাতীয় ও স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয় যার প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি মহোদয় এই সকল চাঞ্চল্যকর আভিযানিক সাফল্যের জন্য বিশেষ অর্থ পুরস্কার ঘোষণা করেন।
আজ ১১-০৬-০২৪ইং,রোজ মঙ্গলবার জেলা ময়মনসিংহ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কল্যাণ সভায় সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম মহোদয় তাদের হাতে ঘোষিত অর্থ পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশের এই সাফল্যের প্রেক্ষিতে আইজিপি মহোদয়ের পক্ষ থেকে এই সম্মাননা ও পুরস্কার সকল সদস্যকে আরও উজ্জীবিত ও কর্মচঞ্চল করে তুলবে বলে তাঁরা বিশ্বাস করেন।
এবং,
এই সুবাদে মাননীয় আইজিপি মহোদয়কে জেলা পুলিশ পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন