ঠাকুরগাঁওয়ে শ্রম প্রতিমন্ত্রীর সভা বয়কট সাংবাদিকদের
স্টাফ রিপোর্টর মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে-শ্রম-প্রতিমন্ত্রীর-সভা-বয়কট-সাংবাদিকদেরসভাকক্ষ ছেড়ে এসে রোববার দুপুর ১২টার দিকে ডিসি কার্যালয়ের নিচে ঘটনার প্রতিবাদ জানিয়ে কিছু সময় কর্মবিরতি পালন করেন সাংবাদিকরা। ছবি: নিউজবাংলা
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সহসম্পাদক তানভীর হাসান তানু বলেন, ‘আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে প্রেস ক্লাবকে আমন্ত্রণ জানানো হলেও সভাপতির কোনো আসন বিন্যাস করা হয়নি। এটি পরিকল্পিত অপমান। তাই আমরা এর প্রতিবাদ জানাই।’
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর শিশুশ্রম নিরসনবিষয়ক মতবিনিময় সভায় আসন না দেয়া ও ঢুকতে না দেয়ার প্রতিবাদে কর্মসূচি বয়কট করেছেন স্থানীয় সংবাদিকরা।
সভাকক্ষ ছেড়ে এসে রোববার দুপুর ১২টার দিকে ডিসি কার্যালয়ের নিচে ঘটনার প্রতিবাদ জানিয়ে কিছু সময় কর্মবিরতি পালন করেন সাংবাদিকরা।
ঠাকুরগাঁওয়ে কর্মরত সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল বলেন, ‘ভেতরে সাংবাদিকদের কোনো আসন রাখা হয়নি এবং প্রবেশ করতে দেয়া হয়নি। এটি খুব অপমানজনক।
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সহসম্পাদক তানভীর হাসান তানু বলেন, ‘আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে প্রেস ক্লাবকে আমন্ত্রণ জানানো হলেও সভাপতির কোনো আসন বিন্যাস করা হয়নি। এটি পরিকল্পিত অপমান। তাই আমরা এর প্রতিবাদ জানাই।’
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার বলেন, ‘ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের একটি অনুষ্ঠানে সকল সাংবাদিকদের দাওয়াত দেয়া হয়। দাওয়াত দেয়ার পরও তাদের প্রবেশ করতে দেয়া হয়নি এবং তাদের বসার কোনো জায়গা দেয়া হয়নি। এরই প্রতিবাদে আজকে আমরা জেলা প্রশাসনের কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করতেছি।’
একই অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ সহসভাপতি মাহাবুবুর রহমান খোকনের।
তিনি বলেন, ‘আমাকে পদবি উল্লেখ করে আমন্ত্রণ জানানো হলেও কোনো আসন রাখা হয়নি। তাই আমি কথা না বাড়িয়ে সসম্মানে চলে যাচ্ছি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ডিসি মাহবুবুর রহমান তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সভা বয়কট করে সভাকক্ষ ছেড়েছি জেলার সমস্ত ঐক্যবদ্ধ সাংবাদিকরা।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন