

ঢাকায় সাতসকালেই ঝুম ঝুম বৃষ্টি
বিপ্লব কুমার দাস। প্রধান উপদেষ্টা ও সম্পাদক এবং নিজস্ব প্রতিবেদক, 24Hrstv.bd.com বাংলাদেশ।
একদিকে সাপ্তাহিক ছুটি অন্যদিকে ঈদের ছুটির আমেজ। এমন অবস্থায় শনিবার (২২ জুন) সকালে ঢাকায় ঝুম বৃষ্টি। এতে কাজের প্রয়োজনে বের হওয়া নগরবাসী পড়েছেন ভোগান্তিতে। বিশেষ করে রাতে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় ফেরা মানুষ বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাটে আটকে পড়েছেন।
বৃষ্টির মধ্যে কেউ চলছেন ছাতা মাথায়, কেউবা আবার ভিজে ভিজেই যাচ্ছেন গন্তেব্যে।
আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারি বর্ষণ হবে। ভোর থেকেই থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। এতে বেলা বাড়লেও সূর্যের দেখা পাওয়া যায়নি।
এরমধ্যে সকাল ৮টার আগেই ঢাকায় নামে ঝুম বৃষ্টি। পৌনে ৯টার সময় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝরছিল। এতে বাইরে থাকা মানুষজন পড়েছেন বিপাকে। বিশেষ করে, যারা রাতের বেলা দেশের বিভিন্ন গন্তেব্য থেকে ঢাকায় ফিরেছেন তারা আটকে পড়েছেন বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাটে।
এছাড়া অফিসগামী বা শ্রমজীবীরা অধিকাংশ মানুষ বের হননি। কারণ ঈদের রেশ এখনও কাটেনি। অধিকাংশ সরকারি অফিস আগামীকাল থেকে পুরোদমে শুরু হবে। যদিও কিছু কিছু বেসরকারি অফিস আজ খোলা থাকায় কর্মজীবীদের কেউ কেউ বিড়ম্বনায় পড়েছেন।
তাদের কাউকে কাউকে ছাতা মাথায় নিয়ে রাস্তায় চলাচল করতে দেখা গেছে। কেউবা আবার ভিজে ভিজেই গন্তেব্যের পথে যাত্রা করেছেন। ঝুম বৃষ্টির কারণে ঢাকার রাস্তায় যানবাহনের সংখ্যা অনেকটা কমে গেছে।
বেসরকারি চাকরিজীবী সুমন ঢালি মোটরসাইকেল নিয়ে মিরপুরের বাসা থেকে বের হয়েছিলেন বাংলামোটর আসার উদ্দেশে। সংসদ ভবন এলাকায় আসার পর তিনি বৃষ্টির দেখা পান। এরপরের পথটুকু আসতে তিনি পুরোপুরি ভিজে গেছেন।
বিপ্লব কুমার দাস
২২.০৬.২৪