

দাগনভূঞা প্রবাসীকে কুপিয়ে মারাত্মক জখম
দাগনভূঞা প্রবাসীকে কুপিয়ে মারাত্মক জখম
ফেনী প্রতিনিধি
ফেনী জেলা দাগনভূঞা পৌরসভার কৃষ্ণরামপুর গ্রামে এফাজ মিয়া বাড়ীর প্রবাসী হামিদুর হক মিরনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে স্থানীয় সজিব ও তার সহযোগীরা। হামলা কারীরা সবাই যুবদল,ছাত্রদলের কর্মি। গতকাল রাত ৯ টার সময় উক্ত ঘটনায় আহত মিরন কে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। মিরনকে বাঁচাতে আসলে সজিব ও তার সহযোগীরা মিলনের বৃদ্ধ মা রৌশন আরা এবং মিরনের ছেলে শাওন কেও পিটিয়ে গুরুতর আহত করেছে। এ-র আগে মিরনের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল সজিব। এ হামলার ঘটনায় সজিব তার সহযোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে মিরনের পরিবার। মিরনের চাচাতো ভাই তৌফিক আলী জানান,গত পরশু বিকলে ফকরুল নামে একটি ছেলে হোন্ডা করে একটি মেয়ে নিয়ে আসে তাদের এলাকায়। সজিব ফখরুলের হোন্ডা আটক রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। এ-ই নিয়ে তৌফিক এবং সজিব তর্কে লিপ্ত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সজিব ও তার সহযোগীরা গতকাল রাতে তৌফিক এ-র বাড়ীতে এসে হামলা চালায়। তৌফিক এ-র চাচাতো ভাই প্রবাসী হামিদুল হক মিরন ও তার মা রৌশন আরা ছেলে শাওন বাধা দিতে গেলে তারা এ হামলার স্বীকার হন। এ ব্যাপারে সজিবের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।