দুর্নীতি বিরোধী বিতর্কে চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ অপরাজিত চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদন:
দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আন্ত:বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ।
গতকাল ( শনিবার ) দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। দিনব্যাপী অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের বিতার্কিক দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয় ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল।
চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের
চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলেন, মুহাইমিনুজ্জামান ( প্রথম বক্তা) , নাফিসা ইসলাম ( দ্বিতীয় বক্তা) ও সুমাইয়া আক্তার ( দলনেতা)। বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী মুহাইমিনুজ্জামান প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হয়।
চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হওয়ায় বিদ্যালয় ও কলেজের সভাপতি ডা. আতাউর রহমান জসীম, অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, গভর্নিং বডির সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন