

দেবিদ্বারে কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতর
সাইফুল ইসলাম ফাহাদ,দেবিদ্বার,কুমিল্লা:
কুমিল্লার দেবিদ্বার উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে খরিপ-২ রোপা আমন আবাদে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে ১৪শ’ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং সহকারী কৃষি কর্মকর্তা মো. ওয়াদুদের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল- কাইয়ুম। স্বাগত বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা কৃষিবিদ বানিন রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইউছুফপুর ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কৃষক মো. জাকির হোসেন মুন্সি ও মো. কামাল হোসেন প্রমুখ। দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় বলেন, দেশে আমন বেশি পরিমাণ জমিতে আবাদ হলেও বোরোর চেয়ে উৎপাদন অনেক কম হয়। এর কারণ আমনে কম উৎপাদনশীল দেশি জাতের ধানের চাষ বেশি হয়। এ কারণে উৎপাদন বাড়াতে হলে মানসম্পন্ন বীজের চারা আবাদ করতে হবে। এক্ষেত্রে আমি মনে করি এই উচ্চ ফলনশীল জাতের বীজ চাষাবাদে ভাল ফলন হবে। এই ধানের বিঘাপ্রতি ফলন ১৫ থেকে ১৮ মণ হবে বলে আশাবাদী। চলতি মৌসুমে দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নে ১৪শ’ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে বিতরণ করা হবে।