সাইফুল ইসলাম ফাহাদ, নিজস্ব প্রতিবেদক:
দেবিদ্বার থানাধীন এলাকায় পরকীয়া প্রেমের জেরে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অর্থের বিনিময়ে গাড়ির হেলপার ছাত্তার(৫৫) ও চালক মহিউদ্দিনের(৩৫) সাথে নিহত শাহনাজ বেগমের একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। কিছুদিন পর মহিউদ্দিনকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি না হওয়ায় শাহনাজ বেগম(৫২) তাকে ধর্ষণ মামলার হুমকি দেন এবং বাড়িতে অবস্থান নেওয়ার কথা বলেন। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে মহিউদ্দিন ক্ষিপ্ত হয়ে শাহনাজ বেগমকে মাথায় আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়।
এই ঘটনায় দেবিদ্বার থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃতরা হলেন-
১.মহিউদ্দিন (চালক), পিতা: মোসলেম উদ্দিন,সাং: গুঞ্জর, থানা:দেবিদ্বার।
২.ছাত্তার (হেলপার),পিতা:মৃত সেকান্দার আলী, সাং:কুলুবাড়ী,থানা: মুরাদনগর।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মামলার তদন্ত অব্যাহত আছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন