শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
দৈনিক আজাদীর অফিসের নিচে মো: সাজ্জাদ হোসেন এর উপর হামলা
/ ১৯২ Time View
Update : বুধবার, ৫ জুন, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন

দৈনিক আজাদীর অফিসের নিচে মো: সাজ্জাদ হোসেন এর উপর হামলা

রিপোর্ট :আবছার উদ্দিন

সাজ্জাদ হোসেন এর বলেন

আমি শিল্পকলা একাডেমি পরিচালনা পর্ষদ নির্বাচনে যুগ্ম সম্পাদক পদপ্রার্থী। এই নির্বাচন উপলক্ষে কয়েকদিন বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছি। এই নির্বাচনে ১১১ জনের নাম ভোটার তালিকায় আসে নাই। এরমধ্যে ৫১ জন হাইকোর্টে রিট করেছেন। তাদের পক্ষ হয়ে পুরো বিষয়টি আমি মনিটরিং করি। আইনজীবীদের সাথে যোগাযোগ সহ বিষয়টি বিভিন্ন পত্রিকায়ও আনার জন্য চেষ্টা করি। গত পরশুদিন হাইকোর্ট বাদ পড়া সকলকে ভোটাধিকার প্রয়োগের নির্দেশ দেন। সেটি আজকের অনেক পত্রিকায় সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছে।
এতে একটা পক্ষ আমার উপর চরম ক্ষুব্ধ হয়। আমি শুধু আইনি প্রক্রিয়ায় ছিলাম। যারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন তারা যে শুধু আমাকে ভোট দেবেন এমনটা না। যোগ্য মনে করলে আমাকে দেবে নয়তো অন্য কাউকে দেবে।
আজ রাত আটটায় আমি তখন আজাদী অফিসের নিচে একজন ভোটারকে পেয়ে আলাপ করছিলাম। হঠাৎ করে ১০/১২ জন আমাকে গালাগাল করে তেড়ে আসে। তারা বলতে থাকে – তুই শিল্পকলায় কেন নির্বাচন করছোস। রিট কেন করলি। তেড়ে এসে আমার উপর হামলা করে। আজাদীর কয়েকজন স্টাফ আমাকে টেনে তাদের অফিসে দোতলায় তুলে ফেলেন।

পুরো ঘটনাটা আজাদীর সিসি ক্যামেরায় ধারণ করা আছে। আমি শুধু একজনকে চিনতে পেরেছি। তার পুরো নাম জানি না। তবে ঘি মামুন নামে পরিচিত।

যারা মনে করছে ১১১ জন নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়ে তাদের পক্ষে যাবে না এই ভোটগুলো – তারাই এই ঘটনাটি ঘটাতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page