রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
ধামরাইয়ে অটো চালক কালাম হত্যার মুলহোতাসহ গ্রেফতার-৪
/ ২১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
  • ধামরাইয়ে অটো চালক কালাম হত্যার মুলহোতাসহ গ্রেফতার-৪
  • মোঃমনির মন্ডল,সাভারঃ ঢাকার ধামরাইয়ে চালককে হত্যার পর অটোরিকশা
    ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ ৪জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। মোটরসাইকেল ক্রয়ের জন্য টাকা যোগাড় করতে তারা এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানায় র‌্যাব।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে আশুলিয়ার নবীননগর এলাকার র‌্যাব-৪, সিপিসি-২ এর নবীনগর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪, সিপিস- ২ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে বুধবার রাতে ঢাকার সাভার, ধামরাই ও মানিকগঞ্জের সদর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকার ধামরাই এলাকার শান্ত মনি দাস ওরফে বিচ্ছু শান্ত (১৯), বিজয় মনি দাস (২০) ও শ্রীকান্ত কর্মকার (২০) এবং মানিকগঞ্জ জেলার বিশ্বনাথ মনি দাস ওরফে বিশু (২০)।

ভুক্তভোগী কালাম বিশ্বাস টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন ধুপুরিয়া এলাকার বাসিন্দা। সে সাভারের ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতো বলে জানা যায়।

র‌্যাব জানায়, গত ৯ জুন দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের পশ্চিম বাড়িগাঁও এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে মৃতদেহটি অটোচালক কালাম বিশ্বাস এর বলে সনাক্ত করা হয়। এ ঘটনার পর নিহতের স্ত্রী ধামরাই থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১২ জুন রাতে ঢাকা জেলার সাভার, ধামরাই ও মানিকগঞ্জ জেলার সদর এলাকায় অভিযান পরিচালনা করে এই হত্যাকান্ডের মূলহোতা ও অটোরিকশা ছিনতাইকারী চক্রের নেতা বিচ্ছু শান্তসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সংবাদ সস্মলনে র‌্যাব-৪, সিপিস-২ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতার আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ৮ জুন আসামী শান্ত বাইক কেনার উদ্দেশ্যে বাসা হতে বের হয়ে অপর দুই আসামী বিশু ও বিজয় এর সাথে দেখা করে। অল্প টাকায় বাইক ক্রয় করা যাবে না বিধায় গ্রেপ্তার আসামীরা একটি অটোরিকশা ছিনতাই করে বিক্রি করবে বলে পরিকল্পনা করে। অতঃপর পূর্বের পরিচিত অটোরিকশা চালক নিহত কালামকে টার্গেট করে এবং ভুক্তভোগীকে মাদক সেবন করিয়ে ও সুইচ গিয়ারের ভয় দেখিয়ে অটোরিকশা ছিনতাই করবে বলে ঠিক করে। গ্রেপ্তারকৃত শান্ত নিহত কালামকে রিজার্ভ ভাড়া নিবে বলে জানায়। পরবর্তীতে ভুক্তভোগীকে অটোরিক্সাসহ তারা ধামরাই এলাকার একটি পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে যায়।

কোম্পানী কমান্ডার আরও বলেন, ঘটনার দিন রাতে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও পশ্চিমপাড়া নির্জন জায়গায় অটোরিক্সা থামিয়ে পূর্বপরিকল্পনানুযায়ী ভুক্তভোগীকে মাদক সেবন করায়। পরে সে অচেতন হয়ে পড়লে আসামী শান্তর সাথে থাকা সুইচ গিয়ার দিয়ে গলায় ও বুকে এলোপাথাড়ী ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে মৃতদেহটি যেন কেউ দেখতে না পারে সেজন্য আসামী বিজয় খড় দিয়ে মৃতদেহ ঢেকে দেয় এবং আসামী বিশু নিহতের অটোরিকশাটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের অপর সহযোগী শ্রীকান্তের সহযোগিতায় ছিনতাইকৃত অটোরিকশাটি গোপন করে।

তিনি আরও বলেন, ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে র‌্যাব-৪ এর অভিযান চলমান রয়েছে। সেই সাথে গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীরা সাভার বাজার ও ধামরাই এলাকায় চুরি, ছিনতাই এবং সেই টাকা দিয়ে মাদক সেবন করে থাকে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page