

নওগাঁর পত্নীতলায় এনসিপির সভা
নওগাঁ পত্নীতলা প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, জাতীয় ঐক্য ও রাষ্ট্র সংস্কার ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে উপজেলা পরিষদ হল রুমে ‘উপজেলা জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন।
অনুষ্ঠানের শুরুতেই ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদের প্রতি শ্রদ্ধা ও তাদেরকে গভীর ভাবে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা, সৈরাচার ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করণ, সংস্কার, নির্বাচন ও নতুন বাংলাদেশ গঠনের উপর গুরুত্ব আরোপ করেন।
তারা বলেন, একটি স্বাধীন, বৈষম্যহীন দেশ গঠন ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিলো ২০২৪ সালের গণ আন্দোলনের মূল উদ্দেশ্য। সেই চেতনায় আগামীর বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
অনুষ্ঠানে এবি পার্টির সহ সাঙগঠনিক সম্পাদক এ্যডভোকেট কাজী আতিকুর রহমান। নওগাঁ জেলা এনসিপির সম্পাদক ইমরুল আখিয়ার পরাগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিগন বক্তব্য প্রদান করেন।