

নড়িয়া থানা ছাত্রদলের ইটপাটকেলের হামলায় পুলিশ সদস্য আহত
মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
শরীয়তপুর জেলার নড়িয়ায় থানায় মোটরসাইকেল আটককে কেন্দ্র করে থানায় হামলা ভাংচুরের চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা
বৃহস্পতিবার ৮ মে রাত ১০টার সময় নড়িয়া থানায় এ ঘটনা ঘটেছে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাতে ঘড়িসার ইউনিয়নের বাড়ৈইপাড়া এলাকায় টহলকারী পুলিশ সদস্যরা চেকপোস্ট থেকে কাগজ পত্র চাইলে দেখাতে ব্যর্থ হন পড়ে ৩টি মোটরসাইকেলই জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ বৃহস্পতিবার রাতে সেই মোটরসাইকেল গুলো ছাড়াতে থানায় আসেন নড়িয়া পৌর যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখের ভাতিজা ও কলেজ ছাত্রদল নেতা শাহীন শেখ সহ আরও কয়েকজন
তারা কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে পুলিশ মোটরসাইকেল ছাড়তে অপারগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে তারা থানা চত্বরে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।
পুলিশ বাধা দিতে গেলে হামলাকারীদের ইটের আঘাতে কনস্টেবল বিল্লাল হোসেন আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়
এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “কিছু দুষ্কৃতিকারী থানায় ইটপাটকেল ছুঁড়ে হামলা চালিয়েছে। এতে আমাদের এক সদস্য আহত হয়েছেন এবং জানালার গ্লাসসহ স্থাপনার ক্ষতি হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অপরাধীরা যেই দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না