নবনির্বাচিত শিক্ষক পরিষদের সম্পাদক বিদায় ও অভিষেক অনুষ্ঠান-২০২৪ গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ,,গাজীপুর।
আহমাদুল রহমান ,গাজীপুর প্রতিনিধি
নবনির্বাচিত শিক্ষক পরিষদের সম্পাদক বিদায় ও অভিষেক অনুষ্ঠান-২০২৪।আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর বি.এম আবদুল হান্নান ,অধ্যক্ষ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে। এবং শিক্ষক পরিষদের সহসভাপতি অত্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: শওকত আলী উনারা আজকের অনুষ্ঠানে পূর্বের শিক্ষক পরিষদের সম্পাদক ড. আখতারুজ্জামান ও বাকি ৪জনকে বিদায় জানিয়ে নবনির্বাচিত শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো: শহিদুল ইসলাম সহযোগী অধ্যাপক ,,বাংলা বিভাগ এবং সদস্য ৪ উনাদের শপথ পাঠের মাধ্যমে বরন করে নেন।
গাজীপুরের ঐতিহ্য ও ইতিহাস নিয়ে দাড়িয়ে আছে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ। এ কলেজে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক পাস ,স্নাতক সম্মান ,, মাস্টার্স ১ম পর্ব ,মাস্টার্স শেষ পর্ব। বর্তমানে এই কলেজে সর্বমোট শিক্ষার্থী আছে প্রায় ১৯ হাজার। এ কলেজে শিক্ষক কর্মকর্তা আছেন ১০৫ জন তাদের সবাইকে নিয়ে গঠিত হয় শিক্ষক পরিষদ।
শিক্ষক পরিষদ গঠিত পদ সংখ্যা ৭টি এর মধ্য ১.সভাপতি ২.সহসভাপতি ৩. সাধারণ সম্পাদক. ৪.যুগ্ম সাধারণ সম্পাদক. ৫.মহিলা যুগ্ম সাধারণ সম্পাদক 6. কোষাধ্যক্ষ. ৭.সদস্য। পদাধিকার সভাপতি অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ ,পদাধিকার সহসভাপতি অত্র কলেজের সম্মানিত উপাধ্যক্ষ , শিক্ষকমণ্ডলী দ্বারা নির্বাচিত সাধারণ সম্পাদক থেকে সদস্য ৫টি পদ।
আজকের বিদায় ও অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বিভাগের বিভাগীয় প্রধান ,অধ্যাপকবৃন্দ,শিক্ষকমণ্ডলী এ অনুষ্ঠানে প্রভাষক থেকে বক্তব্য রাখেন মো: হাবিবুর রহমান ,প্রভাষক, ,আরো বক্তব্য রাখেন আবুল কাশেম স্বপন,সহকারী অধ্যাপক , শাহরিয়ার হাসান সহযোগী অধ্যাপক , প্রফেসর মহিবুল হাসান
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন