মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
Headline
পঞ্চগড়ে জুয়েলারি দোকানের তালা ভেঙে ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লা নগরীর টমছমব্রীজে কাভার্ড ভ্যানচাপায় এক যুবক নিহত বাগেরহাটের রামপালে ছাত্র জনতার গন‌অভ্যুথানে হামলার ঘটনায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল খুলনায় আট রাউন্ড কার্তুজসহ সন্ত্রাসী ইমন গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারে পিপরাইলে একজন ঘের ব্যবসায়ী নিহত ফকিরহাটে গোয়ালবাড়ি এলাকায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ কালিয়াকৈরে জনসম্মুখে ধূমপান: সাব-রেজিস্ট্রার অফিসের পিয়নসহ ৫ জনকে জরিমানা সাব-রেজিস্ট্রারকে সতর্ক করলেন ভ্রাম্যমাণ আদালত নরসিংদীর শিবপুর উপজেলায় ইউএনও এর নেতৃত্বে ধুমপান তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর উপর মোবাইল কোর্ট পরিচালিত
Headline
Wellcome to our website...
নরসিংদীতে জেলা প্রশাসক এর উদ্যোগে জাতীয় পাট দিবস পালিত।
/ ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ২:১৫ অপরাহ্ন

নরসিংদীতে জেলা প্রশাসক এর উদ্যোগে জাতীয় পাট দিবস পালিত।

আবু নাঈম রিপন:

নরসিংদীতে “পলিথিনের ব্যবহার পরিহার করি,পাটপণ্যের বাংলাদেশ গড়ি “এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে নরসিংদীর জেলা প্রশাসনের উদ্যোগে পাট বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। ৬/৩/২৫ ইং বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান এর সভাপতিত্বে ও নরসিংদী পাট অধিদপ্তরের উন্নয়ন কর্মকর্তা মো: খোরশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন পাট অধিদপ্তর কর্মকর্তা মো: আজমত আলী আকন্দ রেজাউল। প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম,অতিরিক্ত জেলা পুলিশ সুপার কলিম উল্লাহ,নরসিংদী প্রেসক্লাব সভাপতি মো: নুরুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অফিসার মো: সোহানুর রহমান, নরসিংদী পাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মোস্তাক আহমেদ,মদিনা জুট মিলস পাট অফিসার অলিউল্লাহ,বাদুয়ারচর পাট চাষী মো: দেলোয়ার হোসেন, পাট চাষী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
জানা যায় ,পাট চাষে কৃষকের আগ্রহ সৃষ্টি, পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি,পাট ও পাটপণ্যের ব্যবহার সম্প্রসারণসহ সোনালী আশ খ্যাত পাটের সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে ৬ মার্চকে জাতীয় পাট দিবস পালন করা হয়। এ ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও ০৬ মার্চ জাতীয় পাট দিবস, ২০২৫ ইং যথাযথভাবে উদযাপনের নিমিত্তে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১০ম বারের মত জাতীয় পাট দিবস পালন করা হচ্ছে। পরিবেশ বান্ধব পাট ও পাটজাত পণ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে ১লা জানুয়ারী ২০২৫ইং পাট ও পাটজাত পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষনা করেছেন। বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় নরসিংদী জেলায় ও জাতীয় পাট দিবস বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করা হচ্ছে।পাট অধিদপ্তরের অধীনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প চালু করেছেন। উক্ত প্রকল্পের মাধ্যমে পাট চাষীদেরকে পাট উৎপাদন বাড়ানোর জন্য প্রশিক্ষণের মাধ্যমে উন্নত প্রযুক্তি ভাল মানের পাটবীজ, রাসায়নিক সার, বালাইনাশক ও কৃষি যন্ত্রপাতি সরবরাহ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে নরসিংদী জেলায় পাঁচটি উপজেলায় পাট ও পাটবীজ উৎপাদনকারী ৩৭৫ (তিনশত পঁচাত্তর) জন চাষীদেরকে উন্নত প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ১০,৫৬৪ (দশ হাজার পাঁচশত চৌষট্টি) জন চাষীদেরকে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার,বিতরণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page