শনিবার, ০৩ মে ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
নরসিংদীতে মে দিবস পালিত পরিবহন খাতে প্রযুক্তিনির্ভর পরিবর্তনের আহ্বান
/ ৯ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫, ৯:০২ পূর্বাহ্ন

নরসিংদীতে মে দিবস পালিত
পরিবহন খাতে প্রযুক্তিনির্ভর পরিবর্তনের আহ্বান

আবুনাঈম রিপন: স্টাফ রিপোর্টার:
নরসিংদীতে ১ইং মে দিবস উপলক্ষে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও স্টার্টআপ নরসিংদী এর যৌথ উদ্যোগে সাহেপ্রতাব মোড়ে এক আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পরিবহন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পরিবহন খাতের বিদ্যমান সমস্যা ও তা সমাধানের পথ নিয়ে মতবিনিময় করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ সারোয়ার হোসেন মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইজমুননাহার ইকরা।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্টার্টআপ নরসিংদীর নির্বাহী পরিচালক মুহাম্মদ মোশাররফ হোসেন। তিনি পরিবহন খাতকে আরও উন্নত,পরিবেশবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ ইকো মুভস এর সম্ভাবনা ও কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, পরিবহন খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে আমাদের প্রয়োজন সৃজনশীল চিন্তা ও প্রযুক্তির সমন্বয়।
সভাপতির বক্তব্যে মোঃ সারোয়ার হোসেন মৃধা শ্রমিক ও মালিকদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। তিনি ঘোষণা দেন, নরসিংদীর পরিবহন ব্যবস্থা হবে দুর্নীতিমুক্ত ও মডেল হিসেবে গড়ে উঠবে। সেইসাথে তিনি ইকো মুভস বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।ইকো মুভসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, ইকো মুভস শুধু যানজট নিরসন নয়, বরং এটি পরিবেশ সংরক্ষণ, আধুনিক বিজ্ঞাপন ব্যবস্থা এবং আয় সৃষ্টির একটি প্ল্যাটফর্ম। এই প্রকল্প বাস্তবায়ন হলে নরসিংদীর পরিবহন ব্যবস্থা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।
উক্ত অনুষ্ঠানটি নরসিংদীর পরিবহন খাতে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা তৈরি করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page