নরসিংদীর পলাশে কাভার্ড ভ্যানচালককে গুলি করে হত্যা


নরসিংদীর পলাশে কাভার্ড ভ্যানচালককে গুলি
করে হত্যা
আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলার ঘোড়াশালে আহসান উল্লাহ (৫০) নামে এক কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ এপ্রিল) রাতে ঘোড়াশাল পৌরএলাকার কুমারটেক এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত আহসান উল্লাহ কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যান চালক ছিলেন। জানা যায়, রাত সাড়ে দশটার দিকে আহসান উল্লাহ কুমারটেক এলাকার নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসা ছিল। এসময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে দু্ইজন দুর্বৃত্ত আহসান উল্লাহকে লক্ষ্যকরে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে তার মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category