

নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর উদ্যোগে ইফতার পার্টি।
আবুনাঈমরিপন ঃ
নরসিংদীর ব্রাক্ষন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ ৯৫ ইং সনের ছাত্রদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় পবিত্র রমজান মাস উপলক্ষে, ৩০/৩/২০২৫ ইং রবিবার ২৯ রমজান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উক্ত আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ১৯৯৫ ইং এস এস সি শিক্ষাবর্ষের শতাধিক ছাত্র উপস্থিত হয়েছেন। ২৯শে রমজান উপলক্ষে ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সারা দেশের কর্মজীবী বন্ধু দের মধ্যে এমন একটি দিন প্রতি বছর যেন খুঁজে পাই সে আশায় একটি বছর পার করতে হয় আমাদের। শত ব্যস্ততার মাঝেও অতিতের স্মৃতি বিজরিত, আনন্দ উল্লাস একই মাঝে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলেন অনেকেই। উক্ত আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১/ এস.এ.এম আরবাতুজ্জামান (প্রলয়)
২/ মোঃ আমজাদ হোসেন (শাহীন)
৩/ মোঃ মাহবুবুর রহমান (সেলিম)
৪/ মোঃ সাইদুর রহমান (রবিন)
৫/ মোঃ আকরামুল হাসান মিন্টু
৬/ মোঃ আমানউল্লাহ
৭/ মোঃ নিপু
৮/ মোঃ সুমন
৯/ এডভোকেট রফিকুল ইসলাম ১০/ সাংবাদিক মোঃ কামাল হোসেন প্রধান প্রমুখ। ” যেতে নাহি চায় তবু যেতে দিতে হয়,” হায়রে হায় দিন চলে যায় তবুও ধরে রাখবো স্মৃতি, এই কামনায় ,সকলের প্রতি রইল ঈদ মোবারক।