নরসিংদীর রায়পুরা রিপোর্টাস ক্লাবের সভাপতি
দুর্বৃওদের গুলিতে আহত
আবুনাঈমরিপন: নরসিংদী জেলার রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মনির ১৩ইং মঙ্গলবার সকালে রায়পুরার শ্রীরামপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থা তাকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানা যায়।
সাংবাদিক মো. মনিরুজ্জামান মনির হোসেন রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি প্রতিদিনের সংবাদ পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন।
নরসিংদী জেলা সহ সকল উপজেলার সাংবাদিকদের পক্ষ থেকে
সাংবাদিক মো. মনিরুজ্জামান মনির এর ওপর গুলির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।পাশাপাশি এ ঘটনায় যারা জড়িত অতিদ্রুত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
এ ব্যাপারে সাংবাদিক মহলে আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন