

নরসিংদীর শিবপুরে এসি ল্যান্ড ও কাউন্সিল অব কনজিউমার রাইটস এর যৌথ অভিযান
আবুনাঈম রিপন :
নরসিংদী থেকে :
নরসিংদীর শিবপুর উপজেলায় মাহে রমজান উপলক্ষে ১৬ইং মার্চ রবিবার দুপুরে,বাস স্ট্যান্ড এ যানজট কমাতে দিক নির্দেশনা দিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি )মোহাম্মদ আব্দুর রহিম।
এছাড়া শিবপুর কলেজ গেইট সিএন জি স্ট্যান্ড, ফলের দোকান, সহ বাজারের নিত্য পন্যের দাম সহনীয় পর্যায়ে
রাখার উদ্দেশ্যে বাজার মনিটরিং করলেন।
এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিল অব কনজিউমার রাইটস (CRB)নরসিংদী জেলা সভাপতি, আব্দুল হান্নান মানিক, সাধারণ সম্পাদক, নগেন্দ্র নাথ বণিক,
দুলালপুর ইউনিয়ন (CRB)আহবায়ক, আবুনাঈমরিপন,
সদস্যসচিব, মো: আসাদুজ্জ্বামান পাঠান প্রমুখ।
অভিযানে কলেজ গেইট এর রনি নামের এক ফল ব্যাবসায়ীকে ১০০০/টাকা জরিমানা আদায় করা হয়।
এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ।