

নরসিংদীর শিবপুর উপজেলায় ইউএনও এর নেতৃত্বে ধুমপান তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন এর উপর মোবাইল কোর্ট পরিচালিত
আবুনাঈমরিপন: স্টাফ রিপোর্টার:
নরসিংদীর শিবপুর উপজেলায় ২১ইং এপ্রিল, সোম বার, মোছা: ফারজানা ইযাসমিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি শিবপুর উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির নেতৃত্বে শিবপুর বাজারে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ ও সংশোধনী-২০১৩ এর উপর মোবাইল কোর্ট পরিচালিত হয়। কোর্ট পরিচালনাকালে শিবপুর বাজারে শাহ আলম মিয়ার কনফেকশনারী দোকানে ধুমপানের বিজ্ঞাপন দেখতে পান যা ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ ও সংশোধনী-২০১৩ এর ৫(৪) ধারার অপরাধ। উক্ত অপরাধের জন্য তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রসিকিউটিং অফিসার হিসাবে ছিলেন,মো: নুরুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও টাস্কফোর্স সদস্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার পুলিশ প্রশাসন ও মো: হোসাইন সিএ ইউএনও অফিস।
এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে প্রশাসন সূত্রে জানা যায়।