নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন ইফতারি বাজার পরিদর্শন করলেন স্যানেটারি ইন্সেপেক্টর


নরসিংদীর শিবপুর উপজেলার
বিভিন্ন ইফতারি বাজার পরিদর্শন করলেন স্যানেটারি ইন্সেপেক্টর
আবুনাঈম রিপন
: নরসিংদীর শিবপুর উপজেলায় ২৩ই মার্চ রবিবার, কলেজগেট, পুরান্দিয়া, ইটাখোলা, সৈয়দনগর, বরইতলা, আমতলা ও মিলগেইট এ অবস্থিত সকল ইফতারি বাজার পরিদর্শন করলেন শিবপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম।এ সময় নিরাপদ ইফতারি তৈরি ও নিরাপদ খাদ্য প্রাপ্তিতে ভোক্তার দায়িত্ব সম্পর্কিত লিফলেট বিতরন করা হয়।লিফলেটের নির্দেশনাগুলো মেনে খাদ্য তৈরি করার আহ্বান জানানো হয়। কোন প্রকার ভেজাল কিংবা
অপরিস্কার ভাবে ইফতার সামগ্ৰী তৈরী না করা হয়
সে ব্যাপারে দোকানীদের দিক নির্দেশনা দেয়া হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category