আব্দুল আজিজ
প্রতিনিধি (নাচোল)
নাচোলে জমজমাট হাটের বাজার।
আগামীকাল
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুহূর্তে জমে উঠেছে নাচোলে কোরবানির পশুর হাটগুলো। হাটে গরু কেনা-বেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা। গরুর হাটগুলোতে কম বেশি দামের তোয়াক্কা না করেই গরু কিনছেন ক্রেতারা।
সরেজমিনে গিয়ে হাটে গরু কেনায় ব্যস্ত সময় পার করছেন নাচোলের এলাকাবাসী । সকাল থেকেই জমে ওঠে গরুর হাট। অনেকেই গরু কিনে গরুর গলায় মালা পরিয়ে বাসায় নিয়ে যাচ্ছেন। আবার অনেকে কেনা শেষে হাছিল দেওয়া নিয়ে ব্যস্ত।
নাচোলের বাসিন্দা মোহাম্মদ নান্টু মিয়া বলেন, আমি সবসময় দুটো গরু কোরবানি দেই। আমি ২লক্ষ টাকা দিয়ে দুটা গরু কিনেছি। আমরা প্রতি বছর মহল্লার যারা কোরবানি দেই তারা সবাই অলরেডি গরু কিনে ফেলছে। বাকিরাও আজ কিনে নেবে। আগে গরু নিয়ে রাখার বেশ সমস্যা হয়। এজন্য সবসময় শেষ মুহূর্তে হাট থেকে গরু কিনি।
দামের তোয়াক্কা না করেই কোরবানির পশু কিনছেন ক্রেতারা।
হাজী আবু তাহের নামের আরেকজন ক্রেতা বলেন, ভেবেছি শেষ মুহূর্তে দাম কিছুটা কমবে, কিন্তু না কমেনি। ব্যাপারীরা বলছে গরু না বিক্রি করতে পারলে নিয়ে যাবে, তবুও কম দামে বিক্রি করবে না। দাম বেশি কম জানি না। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি। দাম কম-বেশি দেখে তো লাভ নেই।
গরুর হাটের বেচাকেনা নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন মাইনুল ইসলাম নামের একজন ক্রেতা। তিনি বলেন,আমি একটা কিনেছি সস্তা দামে পেয়েছি। আরেজন বিক্রেতা বলেন আলহামদুলিল্লাহ আজ সকাল ৫টা গরু বিক্রি করেছি। আশা করি শেষ পর্যন্ত আরও কয়টা বিক্রি করতে পারবো, বাকিটা আল্লাহর ইচ্ছা।
সব মিলিয়ে জমজমাট চলছে হাটের বাজার
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন