নানা আয়োজনে রাজস্থলীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
মিন্টু কান্তি নাথ রাজস্থলী(রাঙ্গামাটিঁ)
"করবো ভুমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা,
অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কারিতাসের অংশগ্রহণে উপজেলা গণমিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন করা হয়।
১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতি বছর ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
দেশজুড়ে কমছে বনভূমি ও সবুজ,একটি দেশের পরিবেশ-প্রকৃতি ঠিক রাখতে অন্তত ২৫ ভাগ বনভূমি থাকা দরকার হলেও বাংলাদেশে মোট আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশ এলাকায় বনভূমি রয়েছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলি খান,ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা,সাংবাদিক হাবীবুল্লাহ মিসবাহ,বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা,এসআই মোহাম্মদ মোখলেছুর রহমান।এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং কারিতাসের উপকারভোগী বৃন্দ।
এতে বক্তারা পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সকলকে পরিবেশের প্রতি সচেতন হওয়াকে প্রাধান্য দিয়েছেন। বক্তারা বলেন, পরিবেশকে রক্ষা করতে হলে বৃক্ষ নিধন রোধ করতে হবে। সকলকে বেশি বেশি গাছ রোপন করতে হবে। এবং সেগুলোর সঠিকভাবে পরিচর্যা করতে হবে। বিশেষ করে পার্বত্য এলাকার বৃক্ষ নিধন রোধে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। বর্তমানে যেভাবে আমরা গাছ কেটে নিধন করছি সেটা অব্যাহত থাকলে বৈশ্বিক উঞ্চতা বৃদ্ধি পেতে থাকবে আর এর ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো না। জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উঞ্চতা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবাইকে গাছ কাটা থেকে বিরত থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা কারিতাসে মাঠ কর্মকর্তা মিঃ সাধন কৃষ্ণ চাকমা।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন