নেএকোনার পূর্বধলায় উপজেলা পরিষদের চেয়ারম্যানদের বিদায় বরণ ও প্রথম মাসিক সভা অনুষ্ঠিত
(ডাঃএ,কে,আজাদ খান
নেএকোনা বাংলাদেশ প্রতিনিধি)
নেএকোনা জেলার পূর্বধলা উপজেলা চেয়ারম্যানদের বিদায়, বরণ ও পূর্বধলায় ৫ম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় সংবর্ধনা এবং ৬ষ্ট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম মাসিক সভা, বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ জুলাই) বৃহস্পতিবার পূ্র্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রথম সভা ও সংবর্ধনা দেওয়া হয়। সভায় পূর্বধলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এটিএম ফয়জুর সিরাজ জুয়েলের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল্লাহ আল আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার, সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বরণে’র আগে বিদায়ী চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ও ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দের বিদায়ী বক্তব্য শেষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য, গত ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এটিএম ফয়জুর সিরাজ জুয়েল মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪৬ হাজার ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকঠতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান নয়ন আনারস প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ০৮ ভোট। চেয়ারম্যান হিসেবে ১০ হাজার ৩ শত ১৪ ভোটের ব্যবধানে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল
(মোটর সাইকেল) প্রতীকে জয় লাভ করেন।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন