নেএকোনা জেলার পূর্বধলায় ৮ বোতল ভারতীয় মদসহ যুবক আটক
ডাঃএ,কে,আজাদ খান বাংলাদেশ প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৫:২০ বিকাল
নেত্রকোনার পূর্বধলার দূর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের লাল মিয়ার বাজার এলাকার নেত্রকোনা জেলার ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিস এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৮ বোতল ভারতীয় মদসহ মোঃ বাবুল আলম ওরফে রাকিবুল হাসান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত (২৯ জুন) শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যাক্তি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামের মোঃ আব্দুস জব্বার এর ছেলে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, একটি যাত্রীবাহী মা-মনি এন্টারপ্রাইজ-৬ বাসে ( ঢাকা মেট্রো-ব- ১৩-১০-৬৬) করে ভারতীয় মদ নিয়ে যাচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ৮বোতল ভারতীয় মদসহ ১ যুবককে আটক করে পুলিশ।
আটককৃত ব্যাক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়া করে আসছিল। পূর্বধলা থানার এসআই মোঃ শওকত আলী, এএসআই মোঃ হারুনুর রশিদ ও এএসআই মোঃ শাহজাহান কবির সঙ্গীয় ফোর্স সহ তাদের আটক করে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা। এব্যাপারে পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের পর রোববার (৩০ জুন ) আটককৃত ব্যাক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন