বিশেষ প্রতিনিধি
এ,কে,আজাদ খান
আসন্ন ২০২৪ উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনা পূর্বধলা উপজেলায় বিরাজ করছে এক উত্তপ্ত পরিস্থিতি। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নিয়ে লড়াই করছে মোট ৩ জন(১)এটিএম ফয়জুল করিম জুয়েল,মোটরসাইকেল মার্কা(২)শিল্পপতি আসাদুজ্জামান (নয়ন)দোয়াত কলম মার্কা। (৩)টিপু আনারস মার্কা এর মধ্যে বেশি জনপ্রিয়তা অর্জনে মোটরসাইকেল মার্কা এগিয়ে।
১৭ মে রাতে নির্বাচন কে কেন্দ্র করে মোটরসাইকেল মার্কা প্রার্থীর বাসার সামনে করা হয় ককটেল বিস্ফোরণ সহ অস্ত্র মহড়া,দোকান- অফিস ভাংচুর। উক্ত ঘটনায় আহত হয় (২) জন ও আটক করা হয় ৩ জনকে । পরে উপজেলা নির্বাহী অফিসারের অভিযানে উদ্ধার করা হয় (৯)টি রামদা, ০১ টি নরমাল কুড়াল, (১০) টি ক্রিকেট স্ট্যাম্প, ০১টি হাইয়েস মাইক্রোবাস, ঢাকা মেট্রো চ ১৬-১৫৮৮ একটি পালসার মোটর সাইকেল ময়মনসিংহ ল ১১-২০৫১,একটি ডিসকোভার মটর সাইকেল নেত্রকোণা হ ১২-৯৭৮৮।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন